Edit__41_-removebg-preview

Who I am? আমি কে?

Answer: I am an entrepreneur. আমি একজন উদ্যোক্তা। যেখানেই অন্ধকার দেখি আলো জ্বলানোর সম্ভাবনা খুঁজি। আমি নিজের উন্নয়নের জন্য কাজ করি, সমাজের উন্নয়নের জন্য কাজ করি। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করি।

Differences between entrepreneurship and traditional business ?

একজন উদ্দোক্তার সামনে কোনো কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। রাজনীতি, ঝড় বৃষ্টি খরা বন্যা, মূলধন স্বল্পতা, ভৌগোলিক সমস্যা কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। no nothing. যত বাধা থাক, সেগুলো solve করে, সফলতার চূড়ায় তিনি উঠবেন-ই-উঠবেন, কোনো সন্দেহ নেই। আজ বা, আগামীকাল, No confusion about his/her success.

Let me give you one simple example from my real life story : I establish my 1st farm in a remote village of BD where there was no electricity in the year of 2015. But I was not fear of that. By January the year of 2018 I mange to electrify the whole village before scale up my business. That was my success as an entrepreneur. To do that, I had to give speed money to the contractor/broker, have to go to the rural electricity board several times, do negotiation with the officers of REB, request them politely etc. But I have done it. তাহলে প্রশ্ন? বিদ্যুৎ কি ওই গ্রামে আসতো না। অবশ্যই আসতো। কিন্তু হয়তো 2019 এ , 2020 তে। কিন্তু তাহলে একজন উদ্দোক্তা ব্যবসায়ী হিসেবে আমার তো লাভ হইতো না। simple, that’s it.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *